৫ বছরে ৪৫ হাজার আফগান সেনা নিহত

আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯ ১১:৪৫ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২৬ জানুয়ারি ২০১৯, শনিবার ১১:৪৫ এএম |

গত পাঁচ বছরে আফগানিস্তানের প্রায় ৪৫ হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য বিভিন্ন সংঘাতে নিহত হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তবে এর মধ্যে বিদেশি সেনা নিহতের সংখ্যা ৭২ জনেরও কম বলে জানান তিনি।

বিপুলসংখ্যক সেনা নিহতের এ সংখ্যা আগের অনুমানকেও ছাড়িয়ে গেছে। ঘানি এর আগে গতবছর নভেম্বরে ২০১৫ সাল থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ২৮ হাজারের বেশি সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য নিহতের নতুন পরিসংখ্যান দিয়ে আফগান প্রেসিডেন্ট বলেছেন, এ সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।

এবারের পরিসংখ্যানটি ঘানি তুলে ধরেছেন সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ভাষণে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post