সরকারের লক্ষ্য শিক্ষার হার শতভাগে উন্নীত করা -চসিক মেয়র

আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৯ ৬:২১ অপরাহ্ন

শনিবার. ৭ সেপ্টেম্বর ২০১৯, ৬:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমাদের শিক্ষার হার উর্ধ্বমুখী। এটা খুবই সন্তোষজনক। সরকারের লক্ষ্য হচ্ছে এটিকে শতভাগে উন্নীত করা। সরকারের শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার (৭ সেপ্টেমববর) নগরীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু বে ভিউ মেজবান হলে দুইদিন ব্যাপি মালয়েশিয়ান এডুকেশন এক্সপো ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র বলেন, গত ১০ বছরে বাংলাদেশে সঠিক স্বাক্ষরতার হার ২৬ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭২ দশমিক ৯০ শতাংশে উন্নীত হয়েছে। সরকারের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশে শিক্ষার হার শতভাগে উন্নীত হবে বলে সিটি মেয়র প্রত্যাশা করেন।

এবারের শিক্ষা মেলা যৌথভাবে আয়োজন করেছে উইনিং ম্যাগনেটিউড মালয়েশিয়া এবং মেন্টর্স চট্টগ্রাম শাখা। শিক্ষার এই মেলায় মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), কাটিন ইউনিভার্সিটি, টেইলর ইউনিভার্সিটিসহ ১১টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে প্রতিনিধি স্টল খোলা হয়েছে। এই স্টলগুলোতে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, যোগাযোগ, আবাসনসহ নানান তথ্য সংগ্রহ করার সুযোগ রয়েছে।

Print This Post Print This Post