যুবকের পেটে ১২৫০ ইয়াবা, পৃথক অভিযানে গ্রেপ্তার ২

আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯ ৭:২০ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৯ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ০৭:২০ পিএম|

আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে ইয়াবা উদ্ধার করলেও এবার পেটের ভেতর থেকে ১২৫০ পিস ইয়াবা উদ্ধারসহ মো. ফরিদ (৩৪) নামে যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর আলম।

মো. ফরিদ (৩৪) চট্টগ্রামের চন্দনাইশের পূর্ব ধোপাছড়ি মাঝপর গ্রামের মৃত দানু মিয়ার ছেলে।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদ আটক করা হয়েছে। পরে এক্সরের মাধ্যমে তার পেটের ভিতর ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। বিশেষ কৌশলে তার পেট থেকে ২৫টি প্যাকেট বের করা হয়। প্রতিটি ৫০টি করে মোট ১ হাজার ২৫০টি ইয়াবা পাওয়া গেছে।

এদিকে মঙ্গলবার (২৯ জানুয়ারি) নগরের কোতয়ালি থানার জহুর হকার্স মার্কেটের সামনে পৃথক অভিযানে ৫০০ পিস ইয়াবা সহ আল আমীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আল আমীন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দ নগর গ্রামের মো. নাসিরের ছেলে।

মো. জাহাঙ্গীর আলম বলেন, পৃথক গ্রেপ্তারকৃত দুই যুবকের মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post