মিরসরাইয়ে পটকা মাছ খেয়ে নিহত ২, অসুস্থ ৫

আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১১:৪৮ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১১:৪০ এএম |

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় পটকা মাছ খেয়ে একই পরবিারের দাদি-নাতনির মৃত্যু হয়েছে। এঘটনায় আরো পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, মরিয়ম (৩), ফজিলা খাতুন (৬০)। অসুস্থ ৫জন হলেন- বিলকিস (৩০), লাভলি (১০), ঝরনা (৮), সাব্বির (৭) ও শফিকুল (৩৫)।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় বারইয়ারহাট পৌর বাজার থেকে পটকা মাছ (যার বৈজ্ঞানিক নাম ট্রেট্রোডন প্যাটোকা) কিনে বাড়িতে নিয়ে যান শফিকুল ইসলাম। রান্নার পর দুপুরের খাবারের সাথে ওই মাছ খান পরিবারের সবাই। প্রথমে বিষক্রিয়া শুরু হয় শিশু মরিয়মের। মরিয়মকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর একই প্রক্রিয়ায় বাড়িতে মারা যান দাদি ফজিলা খাতুন (৬০)। পর্যায়ক্রমে আরো পাঁচজন এভাবে অসুস্থ্য হলে তাৎক্ষনিক সবাইকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জহিরুল ইসলাম বলেন, গতকাল বিকেলে মিরসরাই থেকে পটকা মাছ খেয়ে একই পরিবারের অসুস্থ অবস্থায় একশিশু সহ ৬জনকে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post