পাহাড়ে নতুন সংগঠন‘ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’

আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১০:৫২ অপরাহ্ন

পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভুলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নিপীড়িত ও বঞ্চিত সব মানুষের স্বার্থ রক্ষার জন্য, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক আলকাছ আল মামুন ভুঁইয়া নতুন সংগঠন আত্ম প্রকাশের কথা জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ সহ অন্যান্য সংগঠন কার্যক্রম বিলুপ্ত করা হল।

সেই সাথে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙ্গালী সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে এক ও অভিন্ন লক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কাজ করবে। এই সংগঠনের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ।

Print This Post Print This Post