পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ৯:০১ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম


ঢাকা | ০৩ নভেম্বর ২০১৮, শনিবার, ০৯:০৫ পিএম |

পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শিরোপা ঘরে আনলো বাংলাদেশ। ট্রাইবেকারে ৩-২ গোলে তাদের পরাজিত করে বাংলাদেশের কিশোররা।

শনিবার (০৩ নভেম্বর) নেপালের আনফা কমপ্লেক্সে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় নির্ধারিত সময়ে মিমাংসা না হওয়ায় অতিরিক্ত সময়ে খেলা গড়ায়।৯০ মিনিটের খেলায় দুই দলও ১ টি করে গোল করে।পরে টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় বাংলাদেশ।

আসরের ফাইনাল বলেই রক্ষণে বেশ সতর্কই ছিল পাকিস্তান। রক্ষণাত্মক খেলতে গিয়েই দলটির একটি ভুল ২৫ মিনিটে এগিয়ে দেয় বাংলাদেশকে। লাল-সবুজ ডিফেন্ডার হেলাল উদ্দিনের কর্নার শট হেডে ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন পাকিস্তানি ডিফেন্ডার হাসিভ আহমেদ খান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে পাকিস্তান।৫২ মিনিটে নিজেদের ডি-বক্সে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফেলে দেন হেলাল উদ্দিন।তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।দুই মিনিট পর স্পটকিকে বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমাকে ঠাণ্ডা মাথায় পরাস্ত করেন মোহব উল্লাহ।

ম্যাচ শেষ হওয়ার আগে মূল গোলরক্ষক মিতুলকে উঠিয়ে সেমিফাইনালের নায়ক টাইব্রেকার স্পেশালিষ্ট মেহেদী হাসানকে নামান বাংলাদেশ কোচ। মেহেদী নেমেই করেন বাজিমাত!

এর আগে, ২০১৫ সালে সিলেটে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬’র শিরোপা জিতেছিলো বাংলাদেশি কিশোররা।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post