পরিবর্তনের পক্ষে যুব সমাজ : খসরু

আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ৬:৫৫ অপরাহ্ন

 স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০৬:৫০ পিএম |

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগর (বন্দর-পতেঙ্গা) আসনে ২০ দলীয় জোটের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে তৃতীয় দিনে পাঠানটুলীর খান বাড়ির সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

আমীর খসরু আগমনকালে স্থায়ীদের মধ্যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। যুবকরা স্লোগান দেয়- বদলে দাও পরিবর্তন, নিপাত যাক সৈরাচারী সরকার পতন। গণতন্ত্রের হত্যাকারী ও সরকারের ১০ বছরের উন্নয়নের নামে লুটপাতের স্লোগান দেয় যুবকরা।

গণসংযোগ কালে আমীর খসরু বলেন, জনগণ পরিবর্তন চায়, তৃতীয় দিনের গণসংযোগকালে সবচেয়ে বেশি যুবকরা আমার প্রেরণা জুগিয়েছে, তারা পরিবর্তনের পক্ষে। এই সরকারের ১০ বছরের অন্যায়ে শাসনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের পুরুদ্ধার ফিরিয়ে পেতে চায় দেশের জনগণ।

আগামী ৩০ ডিসেম্বর সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে জানান আমীর খসরু।

এসময় উপস্থিত ছিলেন- দলের মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান স্বপন, ডবলমুরিং থানার যুগ্ম-সম্পাদক জাহেদ, সাহাব উদ্দিনসহ বিএনপির নেতা-কর্মী ও স্থায়ীয় মুরব্বি-যুবসমাজ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post