নির্বাচন থেকে সরে যাবে বলেই কৌশল নিয়েছে বিএনপি: কাদের

আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ৭:১৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০৭:১০ পিএম |

জোটের মধ্যে আসন ভাগাভাগির পরও বিভিন্ন আসনে শরিকরা নিজেদের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকে আওয়ামী লীগের ‘কৌশল’ হিসেবে অভিহিত করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি ভোট থেকে সরে যাবে বলে প্রার্থিতায় জোট নিয়ে এ কৌশল নিয়েছে বলে বললেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের একটা কৌশল আছে। কৌশলটা তো বলব না। আমাদের সুস্পষ্ট কৌশল আছে। এমনিই ছেড়ে দিয়েছি আমরা? আমাদের প্রার্থীর বিরুদ্ধে অ্যালায়েন্স দাঁড়িয়ে গেছে, আমরা না বুঝে কি দিয়েছি এটা।’

এরপরই মন্ত্রী বলেন, ‘নির্বাচনের দিন বুঝতে পারবেন। ওনারা (বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট) যদি সরে (নির্বাচন থেকে) যায়? তারপর? আবার বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করতে দেব না।’

বিএনপি বলছে আওয়ামী লীগ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘না না, তারা সরে যাবে বলেই আমরা অ্যালায়েন্সকে নিয়ে কৌশল করেছি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্যান্য শরিকদল জোটের বাইরেও বিভিন্ন আসনে নিজস্ব প্রার্থী দিয়েছে। জোটের অন্যতম শরিকদল জাতীয় পার্টি (জাপা) ১৪৩ আসনে আলাদা প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post