ট্রাম্পের কারণে নিরাপত্তাঝুঁকিতে যুক্তরাষ্ট্র: খোলা চিঠি

আপডেট: ৭ জানুয়ারী ২০১৯ ৩:১৪ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ৭ জানুয়ারী ২০১৯, সোমবার ০৩:১৫ পিএম |

ডোনাল্ড ট্রাম্পের কারণে মার্কিন সরকারের যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তাতে দেশটির আকাশ-নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

ট্রাম্পের কাছে লেখা এক খোলা চিঠিতে এ হুশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল (এএলপিএ)।

চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের সৃষ্ট মার্কিন সরকারের অচলাবস্থা সাধারণ যাত্রী এবং বিমানকর্মীদের হুমকির মুখে ঠেলে দিয়েছে। খবর এপির।

যুক্তরাষ্ট্রের প্রায় ৩২টি বেসামরিক বিমান সংস্থার ৬১ হাজার পেশাদার পাইলটের এ সংগঠন চলমান অচলাবস্থার কারণে সৃষ্ট নিরাপত্তা হুমকির বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে।

এ ছাড়া একই কারণে বেসামরিক বিমান চলাচল খাতে নিয়োজিত মার্কিন ফেডারেল কর্মীদের দুর্দশার কথা খোলা চিঠিতে তুলে ধরা হয়।

অচলাবস্থার কারণে তারা কাজে যোগ দিতে পারছেন না। একই সঙ্গে খাদ্য, বাসস্থান ও পরিবহন মৌলিক চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছেন বলেও এতে উল্লেখ করা হয়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post