টেকনাফে সাড়ে চার কোটি টাকার ইয়াবা জব্দ

আপডেট: ১৮ জানুয়ারী ২০১৭ ২:৫৮ অপরাহ্ন

coxbazar

কক্সবাজার :: জেলার টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ইয়াবার মূল্য চার কোটি ৫০ লাখ টাকা।

জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকছে এমন খবরে রাতে নাজিরপাড়া বিওপির বিজিবি জওয়ানরা আছার বনিয়ার জঙ্গলে অবস্থান নেয়। এর নেত্বেত্ব দেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ।

বিজিবির ধাওয়া খেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থানা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাটি থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ইয়াবা জব্দ করা হবে বলে বিজিবি জানায়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post