টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবিতে ৪ মরদেহ উদ্ধার

আপডেট: ৩০ অগাস্ট ২০১৭ ৩:০০ অপরাহ্ন

কক্সবাজার : কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজন বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নৌকাসহ নিখোঁজ রয়েছেন আরও অনেক রোহিঙ্গা।

আজ বুধবার সকালে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফে সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, এ ঘটনার পর স্থানীয়রা নৌকাটি খুঁজতে শুরু করে। বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া নাফ নদীতে মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ ও বিজিবি এসে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল উদ্দিন জানান, ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এরা সবাই মিয়ানমারের নাগরিক হওয়ায় পরিচয় মেলেনি। নৌকাসহ আরও অনেক রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।

Print This Post Print This Post