জোরারগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

আপডেট: ৫ অক্টোবর ২০১৮ ১০:২৬ পূর্বাহ্ন

মিরসরাই করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ‘চৌধুরী ম্যানশন’ নামের সেমি পাকা বাড়ি ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ওই বাড়ি ঘিরে রাখা হয়েছিল।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, চৌধুরী ম্যানশন নামের বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছালে ঘরের ভেতরে অভিযান পরিচালিত হবে।

এর আগে রাতে র‌্যাবকে লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে উভয়ের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। ভোর পৌনে ৪টা নাগাদ র‌্যাবের তরফ থেকে ভেতরে থাকা জঙ্গি সদস্যদের আত্মসমর্পন করতে বলা হয়। এ সময় ঘরে থাকা জঙ্গি সদস্যরা দুটি শক্তিশালী বোমা ফাটায়। এর পর আর ঘরের ভেতর কারো কোনো সাড়া শব্দ মেলেনি।

স্থানীয় সূত্র জানায়, মাজহারুল হক নামের এক ব্যক্তি চৌধুরী ম্যানশন নামের ওই বাড়ির মালিক। তিনি উপজেলার ইছাখালী ইউনিয়ন এলাকার বাসিন্দা। বছর খানেক আগে জমি কিনে সোনাপাহাড় এলাকার বাড়িটি তৈরি করে ভাড়া দিয়ে দেয়।

সিএস/সিএম

Print This Post Print This Post