জামাতে নামাজ পড়ায় শিশুদের সাইকেল পুরস্কার

আপডেট: ৬ জানুয়ারী ২০১৯ ৪:৪৮ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ৬ জানুয়ারী ২০১৯, রবিবার ০৪:৫০ পিএম |

তুরস্কের আকশাহর পৌরসভায় টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ৫২০ জন শিশুকে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ‘চলো মসজিদে যাই, ফজর নামাজে শরীক হই’ স্লোগানে আকশাহর পৌরসভার এক বিশেষ প্রকল্পের আওতায় এবং নগরীর ইফতা বোর্ডের সহায়তায় এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

শহরের সংস্কৃতি-বিষয়ক কার্যালয়ের ব্যবস্থাপনায় শিশুদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আকশাহর পৌরসভা প্রতিনিধি মুহাম্মদ আলিদী, পৌর মেয়র সালেহ আক্কায়া ও মুফতী আহমদ কারদাশ উপস্থিত ছিলেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post