চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ৩:০০ অপরাহ্ন

333

ময়মনসিংহ : ময়মনসিংহে মটর ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মৎস্য খামারের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা।

সোমবার গৌরীপুরের সাহেব কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৭-১৮ বছরের কিশোর ‘সাগর’ গতকাল গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রে বাতিল জিনিসপত্র সংগ্রহের জন্য ভেতরে ঢোকে।

স্থানীয়রা জানান, পানির মটরসহ বিভিন্ন বৈদ্যুতিক জিনিসপত্র চুরির অভিযোগ তুলে সাগরকে, খুঁটির সাথে বেঁধে খামারের মালিক আক্কাস আলী, তার ভাই জুয়েল, কর্মচারী লিয়াকত ও কাইয়ুম বেদম মারধর করে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে ভ্যানে করে নিয়ে যায় তারা। ‌এরপর থেকে তার কোনো খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয় সাগরের পরিবার।

পুলিশ এসে গতরাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঐ মৎস্য খামারের পাশে কাশবন থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Print This Post Print This Post