কোতয়ালিতে অস্ত্রসহ ছিনতাইকারি গ্রেপ্তার

আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ৩:০১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ০৫ ডিসেম্বর ২০১৮, বুধবার ০২:৪৫ পিএম |

চট্টগ্রাম মহানগরের কোতয়ালি থানার মেরিন ড্রাইভ রোডে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ সজল দাস (৩৮) নামে এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে ফিশারীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। সজল দাস চট্টগ্রামের চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের বড়ুয়ারটেক এলাকার মৃত গোপাল কৃষ্ণ দত্ত রায়ের ছেলে। সজল দাস পরে ইসলাম ধর্ম গ্রহণ করে আব্দুর রহমান প্রকাশ আব্দুর রব নাম ধারণ করেন বলে জানিয়েছে পুলিশ।

এসি জাহাঙ্গীর আলম বলেন, গতকাল রাতে কোতয়ালি এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ সজলকে গ্রেপ্তার করা হয়েছে। সজল মহানগরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম করে বেড়ায়। তার বিরুদ্ধে আগে থেকে তিনটি অস্ত্র ও মাদক মামলা ছিল। নতুন করে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের হয়েছে বলে জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post