কোটা সংস্কার নিয়ে স্ট্যাটাসে বহিষ্কার হল শিক্ষার্থী

আপডেট: ১৬ জুলাই ২০১৮ ১০:৩৯ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক, চট্টগ্রাম : কোটা সংস্কার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

রোববার সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশে কপিতে বিষয়টি জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ফেইসবুকে ‘মীর সাব্বির’ নামে পরিচালিত একাউন্ট থেকে মীর জুনায়েদ ১২ জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, সেটা সিভাসুর রুল রিগার্ডিং জেনারেল ডিসিপ্লিন’র ১৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মীর মোহাম্মদ জুনায়েদ। তিনি বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হলের আবাসিক ছাত্র মীর মোহাম্মদ জুনায়েদ সিভাসুর চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম বলেন, সার্বিক পরিস্থিতি ও অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Print This Post Print This Post