কবিতা : হে চবি, হও দীর্ঘজীবী!

আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ২:০৬ অপরাহ্ন

cu

হে চবি, হও দীর্ঘজীবী! : এম সাইফুল ইসলাম নেজামী

হে চবি,
তুমি মোর ভাগ্য আকাশে
ফোটালে রবি।

হে চবি,
ছিলাম আমি অধম
যা আছে ভেতরে মোর, তোমার সবি।

হে চবি,
তুমি গর্ভে ধরেছ
কত লেখক গবেষক কবি।

হে চবি,
জন্ম দিলে তুমি কত
বৈজ্ঞানিক, দার্শনিক, শ্রেষ্ঠ জ্ঞানীগুণী।

হে চবি,
চট্টলাকে করলে আলোকিত
মোদের উজাড় করে দিলে সবি।

হে চবি,
আজ তোমার গর্বের ধন দেখ
অমানিশা কেটে আনছে রবি।

হে চবি,
১৯৬৬ তে যাত্রা তোমার আজ ২০১৬
শৈশব কৈশোর যৌবন কাটিয়েছ মোদের লাগি।

হে চবি,
এক দুই তিন করে আজ পঞ্চাশে
আজি তোমার সুবর্ণজয়ন্তী।

হে চবি,
তোমার সন্তানরা এসেছি, প্রাণের উচ্ছ্বাসে মেতেছি
এই চল তোরা আজ মা কে বুকে নিবি।

হে চবি,
ইতিহাস ঐতিহ্য গৌরবের অর্ধশত তোমার
থেক যুগ – যুগান্তর, হও দীর্ঘজীবী।

কবি, সাহিত্যিক, সংগঠক।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post