এমইএস কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ৬:২১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ০৬:২০ পিএম |


সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র ছাত্রলীগের একই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরের ওমরগনি এমইএস কলেজের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর দু’পক্ষের নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের একই গ্রুপের সিনিয়র-জুনিয়রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনার পর এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে লোকজন এদিক-ওদিক দৌড়াতে থাকেন। ছাত্রলীগের এক গ্রæপ জিইসি মোড়ের বাটাগলিসহ বিভিন্ন সড়কের ভবনগুলোতে ভাংচুর চালায়। সংঘর্ষে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগের সাবেক মেয়র প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি শেখ মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ওমরগনি এমইএস কলেজের কিছু সিনিয়র-জুনিয়র ছাত্রের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই গ্রুপকে ছত্রবঙ্গ করে দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। কেউ হতাহতের খবর জানাতে পারেননি ওসি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post