ফেসবুকে আপনাকে আনফ্রেন্ড করল কে? যেভাবে জানবেন

আপডেট: ৭ ফেব্রুয়ারী ২০১৭ ১১:৫৬ পূর্বাহ্ন

fbprof3_1242_8400

অনলাইন ডেস্ক :: বর্তমান সময়ে বন্ধুত্ব তৈরির অত্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। কিন্তু কখন কখন ফেসবুক-বন্ধুত্বও তৈরি করে তিক্ততা। সে ক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। সে রকম ভাবে আপনিও ফেসবুকে কারো অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও আপনার কোন ফেসবুক-বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারেন।

ফেসবুক কিন্তু এ সমস্ত ক্ষেত্রে আপনাকে কোন নোটিফিকেশন পাঠায় না। তা হলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী? উপায় অতি সহজ। জেনে নিন—

* গুগল ক্রোম খুলে ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান।

* ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন। পেজ-এর একদম নীচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক করুন।

* সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’(‘unfriend finder’)। সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে।

* এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন। একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকী নতুন কেউ আপনাকে আনফ্রেন্ড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে।

তবে এই এক্সটেনশন কেবল মাত্র গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনেই কাজ করবে। মোবাইলে এই কৌশলে এক্সটেনশন অ্যাড করা যাবে না। সূত্র: এবেলা।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post