ভোলার ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুলনায় নিউ নেশনের ব্যুরো প্রধানকে গ্রেফতার

আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ৮:৫৩ অপরাহ্ন

সোমবার, ২১ অক্টোবর ২০১৯, ২০:৩০

খুলনা প্রতিনিধি :: ভোলার বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সাংবাদিক মুনীর উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর সোমবার (২১ অক্টোবর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাংবাদিক মুনীর উদ্দিন আহমেদ দি নিউ নেশনের খুলনা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। 

সাংবাদিক মুনীর উদ্দিনের সহকর্মীরা জানান, গত রবিবার রাতে সাংবাদিক মুনীর উদ্দিনকে নগরীর দোলখোলা এলাকার বাড়ি থেকে আটক করে খুলনা থানা পুলিশ। এরপর সোমবার তার বিরুদ্ধে খুলনা থানার এসআই মো. শরিফুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, ভোলার সাম্প্রতিক ঘটনা নিয়ে সাংবাদিক মুনীর উদ্দিন ফেসবুকে উস্কানিমূলক একাধিক পোস্ট দিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন সময় ফেসবুকে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট দেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Print This Post Print This Post