বিজয় দিবসে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কর্মসূচি পালন

আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ১২:২৮ অপরাহ্ন

image-61552

অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস ২০১৭ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ডে হেরিটেজ হিসেবে স্বীকৃতি প্রদান উপলক্ষে পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাস এক আনন্দ শোভা যাত্রা ও মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দূতাবাসে অফিসিয়াল প্যাডে দুপুর ১২টায় দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনা, সাড়ে ১২টায় রাষ্ট্রদূতের শুভেচ্ছা বক্তব্য, পৌণে ১টায় আনন্দ শোভা যাত্রা ১২.৫৫ আলোচনা সভা, সোয়া ১টায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী এবং ১.৩৫ মি. সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে পর্তুগাল বসবাসরত সকল প্রবাসী বাংলদেশির উপস্থিত থাকার জন্য দূতাবাসের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।

Print This Post Print This Post