তফসিল ঘোষণার পরবর্তী নিরাপত্তা নিয়ে সিইসি-ডিএমপি বৈঠক

আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১:৫৩ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


ঢাকা | ০৩ নভেম্বর ২০১৮, শনিবার, ০১:৫০ পিএম |

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ও তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

ডিএমপির একটি প্রতিনিধি দল আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে শনিবার (০৩ নভেম্বর) বেলা সোয়া ১১টা থেকে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আসাদুজ্জামান মিয়ার কাছে ইসিতে আসার কারণ জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, সচিব স্যার এ বিষয়ে জানাবেন।

এর আগে তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিইসি হয়তো ডিএমপিকে নির্দেশনা দিতে পারেন। তফসিলের আগে এটি একটি রুটিন সাক্ষাৎ বলেও উল্লেখ করেন তিনি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post