ঢাকা-সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল চালু

আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ১২:১২ পূর্বাহ্ন

সিটিজিসান, ব্রাহ্মণবাড়িয়া : বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমাম বাড়িতে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের পর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়।

রেলপথ মেরামত শেষে কসবা স্টেশনে আটকা পড়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধুলী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান তিনি।

Print This Post Print This Post