জাহাজের পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার: শাজাহান খান

আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৮ ২:২৬ অপরাহ্ন

অনলাইন ডেস্ক :
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণের পাশাপাশি পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

রবিবার রাজধানীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে আয়োজিত‌ ‘‌‌শিপ ইমিশন কন্ট্রোল আন্ডার মার্পোল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী সামুদ্রিক পরিবেশ দূষণরোধে আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার নিয়ম মেনে কার্যক্রম গ্রহণের দিক-নির্দেশনা দেন।

তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের জলসীমায় অভ্যন্তরীণ এবং বিদেশগামী জাহাজ থেকে নিঃসরিত কার্বনডাই অক্সাইড নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুস সামাদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডের এম মোজাম্মেল হক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডের সৈয়দ আরিফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print This Post Print This Post