অনুমতি ছাড়া ৫৭ ধারায় আর কোনো মামলা নয়: আইজিপি

আপডেট: ৩ অগাস্ট ২০১৭ ১:৫৫ অপরাহ্ন

11111

নিজস্ব প্রতিবেদক : অনুমতি ছাড়া তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আর কোনো মামলা নয়। এ আইনে মামলা নিতে পুলিশ সদর দফতরের আইন শাখার অনুমতি লাগবে। ইতোমধ্যেই এ ব্যাপারে শীর্ষ কর্মকর্তাদের কাছে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

আজ বুধবার পুলিশ সদরদফতরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দিয়ে তিনি বলেন, দেশের যে কোনো থানায় ৫৭ ধারায় মামলা নিতে হলে পুলিশ সদর দফতরের আইন শাখার অনুমতি লাগবে। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যহার হচ্ছে অভিযোগ করে এই ধারাটি বাতিলে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন সাংবাদিকরা। এই আন্দোলনে অনেক সামাজিক সংগঠনও রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেয়া হলো।

Print This Post Print This Post