কবিতা : উম্মতের আ’কা মুহাম্মদ (স.)

আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ১০:৫৪ পূর্বাহ্ন

duaকবিতা :

বেড়েছে স্পন্দন
থেমেছে ক্রন্দন,
বেদন হল দূর
তিমির ভেদে উঠল নূর।

বৃদ্ধেরও ভরা যৌবন
ক্লেশ আলসে বর্জন,
ঝুঁকছে সবি ঝুঁকছে
কুল মাখলুকাতে যা আছে।

প্রকৃতিতে পরিবর্তন
জুলুম নির্যাতন হরণ,
দেবদেবীর ভাঙ্গন
সাল্লাল্লাহ সাল্লালাহ গুঞ্জন।

অসহায়ের সহায়
এতিমের বড়াই,
খালেকের সখা
উম্মতের আ’কা

জরাজীর্ণ পৃথিবী পেল
বসন্তের অবগাহন,
তপ্ত মরুর বুকজ্বলা
বসছে খুশির মেলা।

নূরের রবি মানব ছবি
আমেনা তনয় মুহাম্মদ,
মালিক পরম আল্লাহ
বন্টক রাসূলল্লাহ।

আপনি এসেছেন বলে
বিজয়ের মালা মোদের গলে,
তুলেছেন মানবতা মুক্তির শ্লোগান
আপনিই শান্তির করেছেন আহবান।

আপনি সফল
জালিমরা বিফল,
দ্বীনের পূর্ণতা আপনার হাতে
মোদের হাশর হোক আপনার সাথে।

আপনি সেকালের জানেন
একালের সব দেখছেন,
উপস্থিত ধরণীর যত
স্বাক্ষী বলেই আপনি জীবিত।

লেখক : এম সাইফুল ইসলাম নেজামী
চবি।

Print This Post Print This Post