আগ্রাবাদে বিবাহিত নারীর শ্লীলতাহানি মামলায় যুবক কারাগারে

আপডেট: ৮ জানুয়ারী ২০১৯ ৮:৪৩ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৮ জানুয়ারী ২০১৯, মঙ্গলবার ০৮:৪০ পিএম |

চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ এলাকায় বিবাহিত নারীর শ্লীলতাহানির মামলায় পলাশ দাশ (৪৫) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

গত রোববার (৬ জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জামিনের জন্য গেলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদী অতসী দে’র আইনজীবী অ্যাডভোকেট সেবক পাল জানান, অতসী দে আগ্রাবাদের সিজিও ভবনের কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী। দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরের বেচা রামের বাড়ির মৃত রাখাল চন্দ্র দাশের ছেলে পলাশ দাশ ওরফে পিবি দাশ।

প্রতিদিনের মতো কাজ শেষে অতসী দে বাসায় ফেরার সময় আসামি পলাশ দাশ তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়।

সবশেষ রোববার আসামি জামিনের আবেদন জানালে তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post