রনির মনোনয়ন বৈধ ঘোষণা
স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
পটুয়াখালী | ০৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০১:০৫ পিএম |
নির্বাচন কমিশন (ইসি) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী গোলাম মাওলা রনির।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর না থাকার অভিযোগে রনির মনোনয়নপত্র বাতিল করেছিল রির্টানিং কর্মকর্তা। পরে রির্টানিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন রনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৪৩ জন আপিল করেছেন। এসব আবেদন নিয়ে আজ থেকে শুনানি শুরু হয়েছে।
আগামী শনিবার পর্যন্ত এই শুনানি চলবে। আপিল যাচাই বাছাই শেষে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে।
গত ২৮ নভেরের মধ্যে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে বাদ পড়েছে ৭৮৬টি, বৈধ প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে ২ হাজার ২৭৯টি।
সিএস/সিএম/এসআইজে