জেএসসি-জেডিসির ২৭ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ

আপডেট: ৪ ডিসেম্বর ২০১৮ ৯:০৮ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ০৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার ০৯:০৫ পিএম |

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে দুই মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় পরিবর্তন ডটকমকে বলেন, আমরা পঞ্চমের মতো সমাপনীর ফলাফল ২৬ বা ২৭ ডিসেম্বর প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি।

মন্ত্রণালয়ের আরেক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে গত সোমবার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, অষ্টমের সমাপনীর ফল ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে ফল প্রকাশের সকল প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post