জিইসি শাখায় এবি ব্যাংকে আগুন
স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৪ জানুয়ারি ২০১৯, সোমবার ০৫:০০ পিএম |
চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় এলাকায় আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড (এবি ব্যাংক) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় সিডিএ এভিনিউ শাখায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে ।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আজ সকাল ১১টার দিকে ব্যাংকের রেকর্ড রুমের ফলসের ছাদে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে তিনি জানান।
সিএস/সিএম/এসআইজে