এবার নাটকে এভ্রিল

অনলাইন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল মিউজিক ভিডিওতে অভিনয় করে সম্প্রতি নজর কাড়েন। এবার নাটকে কাজ করছেন তিনি। ‘এমনো তো প্রেম হয়’ শীর্ষক খণ্ড নাটকটি পরিচালনা করছেন জুনায়েদ বিন জিয়া। নাটকে ডাক্তার স্নেহার চরিত্রে অভিনয় করবেন এভ্রিল। আহসান হাবিব সকালের রচনায় নাটকে আরও অভিনয় করবেন সজল ও পাভেল ইসলাম। সাহিল ও স্নেহার সুখের সংসার। এর মাঝেই বিদেশ থেকে আসে স্নেহার বয়ফ্রেন্ড রিয়াদ। তার সঙ্গে গোপনে গোপনে দেখা করে স্নেহা। এটি কোনোভাবে মেনে নিতে পারে না সাহিল।