চবিতে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩

আপডেট: ৫ মে ২০১৭ ২:৫৭ অপরাহ্ন

cu

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল বৃহস্পতিবার থেকে একটানা পুলিশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্রসহ তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের নাম এখনো জানাতে পারেনি পুলিশ।

রাত সাড়ে ১০টা থেকে চালানো এ অভিযান রাত সাড়ে ১২ টায় শেষ হয়।  বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিজানুর রহমান অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হলে অভিযানের খবর টের পেয়ে গ্রেফতার এড়াতে হলগুলোতে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা পার্শ্ববর্তী পাহাড়ে গা ঢাকা দেয়। এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযান চলাকালীন রুম ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে বেশ কয়েকজন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বলেন, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্রসহ তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রুম ভাঙচুর ও লুটপাটের বিষয়টিও সঠিক নয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।

সিটিজিসান.কম/রবি

 

Print This Post Print This Post