বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট: ১৭ জানুয়ারী ২০১৭ ৩:৪০ অপরাহ্ন

dhormoghot

চট্টগ্রাম :: পুলিশি হয়রানি বন্ধ, টার্মিনাল নির্মাণসহ ৯ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও ট্রাফিকের অতিরিক্ত দায়িত্বে থাকা মাসুদ-উল-হাসানের উদ্যোগে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেল তিনটায় শ্রমিক নেতাদের সিদ্ধান্তের বিষয়টি জানান মাসুদ-উল-হাসান।

বুধবার (১৮ জানুয়ারি) থেকে ৪৮ ঘণ্টার এই পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল। ধর্মঘটের সময় চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রুটে যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।

সূত্র জানায়, বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ-উল-হাসান আগামী ২৯ জানুয়ারি দাবিগুলো সমাধানের বিষয়ে চসিক মেয়র ও পুলিশ কমিশনারের সঙ্গে শ্রমিক নেতাদের সভা অনুষ্ঠিত হওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট আপাতত স্থগিত করার ঘোষণা দেন শ্রমিক ফেডারেশনের নেতারা।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ-উল-হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post