রাইফা হত্যার বিচারে তিন দফা দাবিতে সমাবেশ

আপডেট: ৩ জুলাই ২০১৮ ১০:০২ অপরাহ্ন

চট্টগ্রাম : মহানরীর ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় সমকালের সিনিয়র প্রতিবেদক রুবেল খানের আড়াই বছরের শিশু রাইফা খানকে হত্যার বিচারে তিন দফা দাবি আদায় না করে ঘরে ফিরে যাবে না সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (০৩ জুলাই) চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাংবাদিক-জনতার সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

রাইফা মৃত্যুর তদন্ত প্রভাবিত করলে আগামী রোববার (০৮ জুলাই) থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। ওসি ও সাংবাদিকদের হুমকিদাতা চট্টগ্রামের স্বাস্থ্যখাতকে জিম্মিকারী ডা. ফয়সল ইকবালের হাতে জিম্মি চট্টগ্রামের ১ কোটি স্বাস্থ্যসেবা গ্রহণকারী মানুষকে মুক্ত করবে সাংবাদিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন।

আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাইফা হত্যার ঘটনায় অবৈধ-অনুমোদনহীন ম্যাক্স হাসপাতাল বন্ধ, অভিযুক্ত চিকিৎসকদের শাস্তি ও কথায় কথায় মানুষ জিম্মিকারী ডা. ফয়সল ইকবালের চিকিৎসা সনদ বাতিলেরও দাবি জানানো হয়।

ভুল চিকিৎসায় শিশু রাইফা খানের মৃত্যুর প্রতিবাদে সিইউজে আয়োজিত সাংবাদিক-জনতার সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিএফইউজের কেন্দ্রীয় নেতা মোল্লা জালাল, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সহ-সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, বাংলাদেশ ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, একুশে টিভির আবাসিক সম্পাদক রফিকুল বাহার, সমকালের ব্যুরো প্রধান সারোয়ার সুমন, ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যাওয়ার ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমা আক্তার মিতা ও বিচারকের স্ত্রী সায়মার মা নারগিস বেগম, পরিবেশবিদ ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম ১৪ দলের নেতা মিতুল দাশ গুপ্ত, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, ওয়ার্কাস পার্টি চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড অমৃত বড়ূয়া প্রমুখ।

Print This Post Print This Post