আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন আজ

আপডেট: ৮ নভেম্বর ২০১৬ ১২:৫৪ পূর্বাহ্ন

am3_b20161107161115

অনলাইন ডেস্ক :: আজ মঙ্গলবার আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন। শেষ মুহূর্তে চলছে আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল থেকে প্রার্থী মনোনয়নের লড়াই। সে লড়াইয়ে বিরোধী রিপাবলিকান দল থেকে আছেন ডোনাল্ড ট্রাম্প আর ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল থেকে আছেন হিলারি ক্লিনটন।

সঙ্গত কারণেই এবারের নির্বাচনি লড়াই পেয়েছে ভিন্নমাত্রা। ২০১৭ সালের জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট আমেরিকার দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনে জিতে কে হবেন নতুন প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প নাকি নারী প্রার্থী হিলারি ক্লিনটন?

প্রেসিডেন্ট ওবামাসহ বাঘা বাঘা ডেমোক্র্যাট নেতার সমর্থন সত্ত্বেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, হিলারি দলের মনোনয়ন পেয়ে যাবেন। তবে দীর্ঘ সময় ধরে দলের মধ্যে ৫০ শতাংশের বেশি সমর্থন থাকা অবশ্যই ক্লিনটনপত্নীর জন্য বেশ খানিকটা যে স্বস্তিকর, তাতে সংশয় নেই।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post