র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে তিন ডাকাত নিহত

আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১০:৫৯ পূর্বাহ্ন

ফাইল ফটো
ফাইল ফটো

চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই থানাধীন র‌্যাব সদস্যদের বহনকারী মাইক্রোবাসে ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে। পরে র‌্যাব ও ডাকাত দলের পাল্টাপাল্টি গুলি বিনিময়ে তিন ডাকাত সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্যও।

গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় পাঁচটি অস্ত্র, তিনটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও জিনিসপত্র উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ সূত্র জানায়, মিরসরাই এলাকায় মাইক্রোবাসে করে টহল দিচ্ছিল র‌্যাবের একটি দল। এ সময় সড়কে ওৎপেতে থাকা ডাকাতদল র‌্যাবের গাড়িটিকে সাধারণ যাত্রী পরিবহনকারী গাড়ি মনে করে হামলা চালায়। এতে মাইক্রোবাসটির একটি চাকা ফুটো হয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে পাল্টা হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে ডাকাতদলের তিন সদস্য নিহত হয়। একই ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্যও।

পরে ঘটনাস্থলে ডাকাতদলের ফেলে যাওয়া পাঁচটি অস্ত্র, তিনটি পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গানসহ ডাকাতি করা বিপুল পরিমাণ জিনিসপত্র উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ডাকাত দলের তিন সদস্যের মরদেহ মিরসরাই থানায় রাখা হয়েছে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post