ভুয়া পরিচয়পত্র বানানো অভিযোগে ৩ রোহিঙ্গার দন্ড

আপডেট: ৪ অক্টোবর ২০১৮ ১:১৪ অপরাহ্ন

শাহ আলম | সিটিজিসান.কম

কক্সবাজার: পরিচয় গোপন করে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগে তিন রোহিঙ্গাকে এক মাসের সাজা দিয়েছে কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমান আদালত।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে উখিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের কার্যালয়ে হাজির করা হলে তাদের এ সাজা প্রদান করেন।

সাজা প্রাপ্তরা হলেন, বালুখালী অস্থায়ী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ছৈয়দের ছেলে আমির হামজা, মৃত লালুর ছেলে নুরুল আলম ও মৃত বদিউজ্জামানের ছেলে আলি আকবর।

সিএস/সিএম

Print This Post Print This Post