চবিতে আট ‘ভুয়া’ পরীক্ষার্থী আটক

আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ৮:৩৮ অপরাহ্ন

cu

চবি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আজ বুধবার সকালে অনুষ্ঠিত কলা ও মানববিদ্যা অনুষদের (বি-১ ইউনিট) পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে এসে ধরা পড়েছেন ছয়জন শিক্ষার্থী। একই পরীক্ষায় প্রযুক্তির সহায়তায় পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন আরও দুই শিক্ষার্থী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট শিক্ষার্থীকে দণ্ড দেওয়া হয়েছে।

তারা হলেন- মো. ইমরান হোসেন (২১), আরাফাতুল ইসলাম (১৯), মো. আমান উল্লাহ (১৯), তামিদ মো. ইমতিয়াজ (১৯), জেকি ত্রিপুরা (১৯), শাকিল হোসেন (১৮), মহসিন মিয়া (১৯) ও জাহিদ হোসেন (১৮)।

এদিকে বুধবার সন্ধ্যায় আটক ৮ ‌‘ভুয়া’ পরীক্ষার্থীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম সরদারের আদালতে তোলা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আদালত বসানো হয়। আদালত আটক শিক্ষার্থীদের দণ্ড দেন। তবে তাদের কি রকম দণ্ড দেওয়া হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আটক শিক্ষার্থীদের বর্তমানে হাটাহাজারী থানায় প্রেরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আমরা তৎপর রয়েছি। পাশাপাশি গোয়েন্দা সংস্থাও কঠোর নজরদারিতে রেখেছেন। এর সূত্র ধরে আমরা আট শিক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করি। আদালত তাদের দণ্ড দিয়েছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post