খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেয়ার সুযোগ নেই: কাদের

আপডেট: ৭ এপ্রিল ২০১৮ ১১:৫৬ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকার নিজ বাড়িতে তাঁর মরহুম মা ফজিলাতুন্নেসার চেহলাম অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বেগম জিয়াকে দণ্ড দিয়েছেন আদালত সুতরাং তার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত নেবেন বলে উল্লেখ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তার (বেগম জিয়ার) চিকিৎসা ব্যাপারে যা হচ্ছে, তা জেলকোড অনুযায়ী করা হচ্ছে। অসুস্থতার ধরন দেখে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সরকারের কোনো হাত নেই। বেগম জিয়াকে মেডিকেলে আনা হয়েছে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। তাঁর সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করা হবে। ওবায়দুল আরো বলেন, খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে, এখানে নিঃশর্ত মুক্তি দেয়ার সুযোগ নেই। সুত্র: সময়টিভি

Print This Post Print This Post