আল-জাজিরার টুইটার অ্যাকাউন্ট বন্ধ

আপডেট: ১৭ জুন ২০১৭ ৭:২০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তাদের মূল টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে। তবে এটি ফিরিয়ে আনতে কাজ করছে আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমটি। শনিবার আল-জাজিরার মূল অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়।

আল-জাজিরা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির অন্য অ্যাকাউন্টে বলেছে, এটি তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টার-ই একটি অংশ। যদিও টুইটার কর্তৃপক্ষ এখন পর্যন্ত এর কোনও ব্যাখা দেয়নি।

জাজিরার ডিরেক্টর জেনারেল ইয়াসিন আবু হিলালা বলেন, ‘এই অ্যাকাউন্টে যান্ত্রিক ত্রুটি সৃষ্টির জন্য বহুবার সাইবার আক্রমণ করা হয়েছে। তবে বিকল্প অ্যাকাউন্টের মাধ্যমে আপাতত কাজ চালিয়ে নেয়া হবে।’

এসবিএস নিউজের খবরে বলা হয়, ‘আরব দেশগুলোর সঙ্গে আল জাজিরার দেশ কাতারের বর্তমান বিতর্কিত কূটনৈতিক পরিস্থিতির কারণে সংবাদমাধ্যমটির টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।’

উল্লেখ্য, সন্ত্রাসবাদের অর্থায়নের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদিআরবসহ পাঁচ আরব দেশ। অবশ্য কাতার এই অভিযোগ প্রত্যাখান করে।

সোশাল মিডিয়ার এক পরিসংখ্যানে বলা হয়, আল-জাজিরার টুইটার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ১১ দশমিক ৮ মিলিয়ন।

Print This Post Print This Post