চট্টগ্রামে তরুণ উদ্যোক্তা আবু বকরের জন্মদিন আজ

আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১১:২৭ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ছবি: সংগৃহিত
মোহাম্মদ আবু বকর সিদ্দিক

চট্টগ্রাম:
মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তরুণ উদ্যোক্তা। আজ সোমবার তার ১৯তম জন্মদিন। ২২ অক্টোবর ১৯৯৯ সালে চট্টগ্রাম মহানগর আগ্রাবাদ এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। তার ডাক নাম অপু। ২০১৪ থেকে প্রযুক্তির সাথে যুক্ত হয় তরুণ এই উদ্যোক্তা।

২০১৪ সালে তার জীবন যাত্রা শুরু হয় রবি আজিয়াটা লিমিটেডর একটি অ্যাপ বানানোর প্ল্যাটফর্মের মাধ্যমে।
২০১৪ সাল থেকে তার মাধ্যমে তৈরি করেছে নানান ধরনের গুরুত্বপূর্ণ অ্যাপ। এরমধ্যে Somapto-সমাপ্ত, Uttor, Prodorshok, Vlogly, Fnews ইত্যাদি। এসব অ্যাপগুলো বাণিজ্যিকভাবে বেশ সফল হয়েছে।

সে ২০১৪ সাল থেকে এপ রবি’র অ্যাপ বানানোর প্ল্যাটফর্মের সাথে ৫০++ জনের একটি টিম নিয়ে অ্যাপ বানানোর ব্যবসা শুরু করেন এবং ২০১৭ সালে অ্যাপপেস্ট ২০১৭ এ সে সেকেন্ড রানার আপ অর্জন করেন।

এছাড়া একটি স্কুল ম্যানেজমেন্ট প্রজেক্ট এমপিএস বা মোবাইল পকেট স্কুল প্রজেক্ট নিয়ে বর্তমানে বিভিন্ন স্কুল ও কলেজের সাথে কাজ করছেন তিনি। বর্তমান সময়ে বেকার তরুণ-তরুণীর কাছে তার এই আইটি সেক্টরে অগ্রযাত্রা উজ্জ্বল সম্ভাবনা কাজ করবে বলে জানান তরুণ উদ্যোক্তা আবু বকর সিদ্দিক।

এদিকে, সিটিজিসান.কম এর পরিবারের পক্ষ থেকে জানিয়েছে তরুণ উদ্যোক্তা আবু বকরের জন্মদিনের শুভেচ্ছা।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post