রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক দূর্ঘটনায় নিহত ৯

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫৫ পূর্বাহ্ন

বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেডক্রসের ত্রাণবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের আইসিআরসি’র মিয়ানমার সীমান্তবর্তী জিরো পয়েন্টে আটকে পড়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। পথে চাকঢালা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। বাকীদের হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হন আরো ১০ জন। আহতদের ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতদের সবাই শ্রমিক বলে জানিয়েছেন রেডক্রিসেন্টের ডিসেস্টার রেসপন্স ডিপার্টমেন্টের পরিচালক আজম খান।

Print This Post Print This Post