তিন ঘণ্টার বৃষ্টিতে জলজটে প্লাবিত নগর

আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১১:৪০ পূর্বাহ্ন

সংগৃহিত ছবি

সিটিজিসান, চট্টগ্রাম : পতেঙ্গা আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করেছে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৩২ মিলিমিটার। ২৪ ঘণ্টার হিসাবে যা ৩৩ দশমিক ৬ মিলিমিটার। এতে চট্টগ্রাম মহানগরের নিম্নাঞ্চলে জলজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, কালবৈশাখী ঝড়ের কারণে সকালে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভোররাত তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর পরের তিনঘণ্টায় ৩২ মিলিমিটার রেকর্ড হয়েছে। কোনো সতর্ক সংকেত নেই। তবে শুক্রবার পর্যন্ত থেমে থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান বিশ্বজিৎ চৌধুরী।

ভারী বৃষ্টির কারণে যথারীতি আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকাসহ নগরীর নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকায় জলজট দেখা দিয়েছে।

Print This Post Print This Post