তীব্র নিন্দা ও শাস্তি চায় চবি শিক্ষক সমিতি

আপডেট: ৪ মার্চ ২০১৮ ১:২৮ অপরাহ্ন

চবি : অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শাস্তি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর এ হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে প্রথমে সিলেট ওসমানি মেডিকেল কলেজ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন বলেন, লেখক জাফর ইকবালের ওপর হামলা মানে পুরো শিক্ষক জাতির ওপর হামলা। চবি শিক্ষক সমিতির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Print This Post Print This Post