চবিতে হামলার প্রতিবাদে সব দোকানপাট বন্ধ ঘোষণা

আপডেট: ৮ মার্চ ২০১৮ ১:৪৫ অপরাহ্ন

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা অনুষদের ঝুপড়িতে এক দোকান মালিককে মারধর ও হাতের রগ কেটে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালেরর জন্য বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল থেকে ক্যাম্পাসে অবস্থিত সব দোকান বন্ধ রেখেছে দোকান মালিক সমিতি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

চবি সূত্রে জানা গেছে, বুধবার (৭ মার্চ) ক্ষমতাসীন ছাত্রসংগঠনের এক অংশের কিছু নেতাকর্মী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলা অনুষদ ঝুপড়ির মিরাজ স্টোরের মালিক রায়হানকে মারধর করে। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে দু’হাতের রগ কেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন বলেন, আমাদের এক দোকানদারের উপর হামলা হয়েছে। তার দু’হাতের রগ কেটে গেছে। তাই হামলাকারীর বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রেখেছি।

এবিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মিয়া বলেন, বুধবার বিকেলে কলা অনুষদের ঝুপড়ির এক দোকানদারকে মারধর করে কিছু ছাত্র। তার হাত কেটে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকে।

Print This Post Print This Post