চট্টগ্রামে পাহাড় থেকে সরিয়ে নিয়েছে ৭ হাজার মানুষ

আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ৪:২১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: মহানগরের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ বসবাসরত পাহাড়ে পাদদেশে প্রায় ৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১১ টা থেকে আড়াই পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট তাহমিলুর রহমান পরিচালিত অভিযানে এসব মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে লালখানবাজার মতিঝর্ণা, পোড়াপাহাড়, একে খান এলাকাসহ সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ স্থানে অভিযান চালানো হয়েছে। এসময় ঝুঁকির মধ্যে থাকা প্রায় ৭ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে জেলা প্রশাসনের আশ্রয়কেন্দ্র এবং কেউ কেউ তাদের আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, আমরা কাউকে ফোর্স করছি না। কিংবা বসতি উচ্ছেদও নয়। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আগামিকালও দিনভর বৃষ্টি হতে পারে। পাহাড় ধসের সম্ভাবনা আছে। এ অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাস করলে কী ঝুঁকি হতে পারে। তাই সবাই নিরাপদ আশ্রয় কেন্দ্র সরিয়ে নেয়া হচ্ছে। আজ বিকেল ৫টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ বসবাসকারিদের সরাতে আমরা কাজ করবো। বিকেলে বায়েজিদ এলাকায়ও এই কাজ চলবে বলে জানান তাহমিলুর রহমান মুক্তা।

সিএস/সিএম

Print This Post Print This Post