ফেব্রুয়ারিতে ৩৮তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৮ ১:৩৭ অপরাহ্ন

ঢাকা : চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেই ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যদিও মার্চের প্রথম সপ্তাহে এই ফলাফল প্রকাশের কথা ছিল।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, ‘৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল দ্রুতই প্রকাশ করা হবে। চলতি মাসেই ফলাফল প্রকাশের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এই পরীক্ষার ফলাফলে কোনো কোটা প্রয়োগ করা হচ্ছে না। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার পরীক্ষার্থীকে উত্তীর্ণ করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

২৪ ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ করতে গেলো ২০ জুন বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন রেকর্ড সংখ্যক ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ প্রার্থী। গেলো ২৯ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশে ১০০সহ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদের জন্য সুপারিশ করা হবে।

Print This Post Print This Post