কোটা বাতিলে প্রধানমন্ত্রীর নির্দেশনা পায়নি মন্ত্রণালয়

আপডেট: ৯ মে ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ন

সিটিজিসান, ঢাকা :
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে চূড়ান্ত নির্দেশনা এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেনি। তাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা যাচ্ছে না।

মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুদ্ধাচার কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিধি এবং সংগঠন ব্যবস্থাপনা অনুবিভাগের কার্যাবলী সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে অংশীজনদের কর্মশালায় সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এ কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুদ্ধাচার কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিধি এবং সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের উদ্যোগে ২৮টি মন্ত্রণালয় বা বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সিনিয়র সচিব আরো বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করছি শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, যেহেতু প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন, তাই প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনা ছাড়া প্রজ্ঞাপন জারি করা সম্ভবপর হচ্ছে না।

Print This Post Print This Post