বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি শুরু

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১২:৫২ অপরাহ্ন

cup

অনলাইন ডেস্ক : আগামী বছরের জুনেই শুরু হবে ২০১৯ ফুটবল বিশ্বকাপ। রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জমজমাট আসরটি শুরু হতে এখনো প্রায় একবছরের বেশি সময় বাকি।

তবে তার অনেক আগেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি। ফিফা ঘোষণা দিয়েছে, অনলাইনে বৃহস্পতিবার থেকেই ছাড়া হচ্ছে বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপে সবচেয়ে কম মূল্যের টিকিট হচ্ছে ১০৫ ডলারের। তাও গ্রুপ পর্বের ম্যাচগুলোর মূল্য এটা। সবচেয়ে বেশি টিকিটের মূল্য ১১০০ ডলার। এই মূল্যটা আবার ফাইনালের।

ফিফা জানিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে যে টিকিটগুলো বিক্রি হবে সেগুলো হবে দুই ধাপে। প্রথম ধাপে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে দ্বিতীয় ধাপে যাওয়ার প্রয়োজন নেই। প্রথম ধাপে বিক্রি শেষ না হলেই কেবল দ্বিতীয় ধাপে যাবে।

ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামুরা বলেন, ‘আমরা এমনভাবে টিকেটিং সিস্টেমটা করতে চাই, যাতে সব ধরনের সমর্থকরা এই সুবিধা অর্জন করতে পারে। কারণ, সমর্থকরাই হচ্ছে বিশ্বকাপের প্রাণ।’

Print This Post Print This Post