টেস্টে ২য় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৭ ২:২০ অপরাহ্ন

bd-5

চট্টগ্রাম :
মুস্তাফিজের আঘাতে চতুর্থ দিনের শুরুতেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৭২ রানে লিড পেয়েছে ওয়ার্নাররা।

ইনিংস বিরতি শেষে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে মুশফিক বাহিনী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৪ ওভারে ৫ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। ৬ বলে ৪রান নিয়ে অপরাজিত আছেন সৌম্য সরকার। আর তামিম ইকবাল ১ রানে ব্যাটিং করছেন।

এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নেন মুস্তাফিজুর রহমান। ওভারে পঞ্চম বলে নাথান লায়নকে নিজের শিকারে পরিণত করেন কাটার মাস্টার। ফলে চতুর্থ দিনে কোনও রান যোগ না করেই ইনিংস শেষ হয়েছে সফরকারীদের।

গতকাল ৯ উইকেটে ৭২ রানের লিড নিয়ে ৩৭৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল স্মিথরা। সেখানেই থামল অজিদের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ৪টি, মিরাজ ৩টি এবং সাকিব, তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস:

২.৪ ওভারে ০৫/০ ( সৌম্য ৪, তামিম ১)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস:
৬৪ ওভারে ২২৫/২ (ওয়ার্নার ১২৩*, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৮২*; মিরাজ ৩/৯৩, মুস্তাফিজ ১/৮৪, সাকিব ১/৮২, তাইজুল ১/৭৮)

বাংলাদেশ ১ম ইনিংস:
১১৩.২ ওভারে ৩০৫ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*; কামিন্স ০/৪৬, লায়ন ৭/৯৪, ও’কিফ ০/৭৯, অ্যাগার ২/৫২, ম্যাক্সওয়েল ০/১৩, কার্টরাইট ০/১৬)

Print This Post Print This Post